বেশ কিছুদিন পর ফিরল পুরনো রোগ। ফের ঘুড়ির মাঞ্জায় লেগে গভীর ক্ষত হয়ে গেল এক ব্যবসায়ীয় গলায়। আশঙ্কাজনক অবস্থায় এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি হাওড়ার ওই ব্যবসায়ী।
রবিবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর উপরে ঘটা ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মহম্মদ শাহাজাদা। বয়স পঞ্চাশের কাছাকাছি।
আহত ওই ব্যবসায়ী হাওড়ার নন্দ ঘোষ রোডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, রবিবার বাইকে চড়ে চিত্পুরে ব্যবসার কাজে যাচ্ছিলেন শাহাজাদা। দ্বিতীয় হুগলি সেতু পার করার সময় তাঁর গলায় ঘুড়ির সুতো লেগে ৬ ইঞ্চির মতো ক্ষত হয়ে য়ায়।
আহত শাহাজাদাকে প্রথমে নিয়ে যাওয়া হয় জৈন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়া তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসরপাতালের ট্রমা কেয়ারে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহাজাদার অবস্থা আশঙ্কাজনক।